খেলাধুলা ব্রেকিং নিউজ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইডেন গার্ডেনসে নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচে টস জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। এই ম্যাচের একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইন্দোর টেস্টের একাদশে থাকা দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদি মিরাজ নেই ঐতিহাসিক গোলাপি বলের এই টেস্টে। তবে তরুণ স্পিনার নাঈম হাসান একাদশে ঢুকেছেন। এদিকে ভারতীয় একাদশে নেই কোন পরিবর্তন। টস জিতে ব্যাট নেওয়ার ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘উইকেট দেখে মনে হচ্ছে শুষ্ক এবং বেশ শক্ত। এটা ভেবেই আমরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। আমারা জানি এটা এক সাহসী সিদ্ধান্ত।’ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও জানান, ‘টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। উইকেটে ঘাস আছে কিন্তু শক্ত উইকেট। তবে গোলাপি বলে প্রথম ১৫ ওভার উইকেট থেকে বিশেষ কিছু পাবো আশা করছি। আমাদের জন্য চ্যালেঞ্জ হলো দ্রুত এই বলের সঙ্গে মানিয়ে নেওয়া এবং ভালো খেলা।’