এবার রণবীর সিং ‘জয়েশভাই জোরদার’ সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন। নবাগত দিব্যাঙ্গ ঠক্কর পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন এই তারকা। তার বিপরীতে রয়েছে শালিনী পাণ্ডে। এর গল্পে জয়েশভাইকে নারীদের রক্ষক রূপে এবং তাদের স্বনির্ভরতার জন্য কাজ করতে দেখা যাবে।
সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ পেয়েছে, যাতে রণবীরকে একেবারে নতুন রূপে পাওয়া গেছে। এতে তাকে গুজরাটি এক ব্যক্তির বেশে দেখা যাচ্ছে, আর নেপথ্যে ঘোমটা মাথায় অনেক নারী। বড় পর্দায় এই প্রথম গুজরাটি হয়ে আসছেন তিনি। রণবীর জানিয়েছেন জয়েশভাই তার জন্য একটি দারুণ উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জিং সিনেমা। তিনি বলেন, ‘এই ধরনের চরিত্র আগে কখনও করিনি। তাই জয়েশভাই আমার জন্য এক রকম চ্যালেঞ্জিং কাজ। পুরো সিনেমাটি দর্শকদের হাসাবে, পরিচালক এমনই একটি গল্প তুলে ধরেছেন।’
সিনেমাটি প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস। তবে এটি কবে মুক্তি পাবে তা এখনো ঘোষণা করা হয়নি।