ব্রেকিং নিউজ

জ্বলল অসম, পুড়ল কুশপুতুল

নাগরিকত্ব সংশোধনী বিলে ছাড়পত্র দিতেই বিক্ষোভে রাস্তায় নেমে পড়েছে গোটা অসম। বুধবার অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের সদস্যরা বিলটি পুড়িয়ে দেয়। এমনকী তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের কুশপুতুলও দাহ করে। এই বিক্ষোভ আরও বাড়বে তাতে সন্দেহ নেই।
এই বিলে সংখ্যালঘুদের কথা না থাকায় তাদের ওপর খাঁড়া নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কা থেকেই রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে সংখ্যালঘু সংগঠনটি। অবিলম্বে বিলটি বাতিল করতে হবে বলে সোচ্চার হন। বিশ্বনাথ জেলায় এদিন জোর বিক্ষোভ দেখানো হয়। সেখানে বিলটি ছিঁড়ে ফেলার পক্ষে সওয়াল করা হয়।
এই আন্দোলন গোটা অসম জুড়ে ছড়িয়ে দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এই বিল যখন সংসদে উঠবে তখন তাঁরা কি করেন সেটাই দেখার।