দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে নূর হোসেন সুমন (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার রাতে জোহানসবার্গ এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশের গনমাধ্যমসূত্রে জানা গিয়েছে, নূর হোসেন দেশটির ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। নিহতের ভাই নুরুন্নবী জানান, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় নূর হোসেন সুমনের দুটি দোকানে ডাকাতি হয়। ওই ঘটনায় সুমন ডাকাতদের বিরুদ্ধে দেশটির একটি থানায় মামলা করলে দুই ডাকাতকে গ্রেফতার করে আফ্রিকান পুলিশ। এতে ডাকাতদলের অন্য সদস্যরা ক্ষিপ্ত হয়ে শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১টার দিকে সুমনের দোকানের সামনে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায়, সুমন ১২ বছর ধরে আফ্রিকার জোহানসবার্গ এলাকায় ব্যবসা করে আসছিল। সেখানে তার ৫টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
