আন্তর্জাতিক

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

বুধবার বড় ধরনের ভূমিকম্প ঘটল ইরানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪ ম্যাগনিচিউড। গত দু’‌সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার কেঁপে উঠল ইরান। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ৫.১ মাত্রায় ভূমিকম্প হয়েছিল ইরানে। তারপর ৩১ অক্টোবর রিখটার স্কেলে ৪.৯ মাত্রার ভূমিকম্প ধরা পড়ে এখানে। দক্ষিণ ইরানের হরমোজগানে বুধবার কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের ফলে এখনও কোনও হতাহতের খবর নেই। এমনকী সুনামির সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ইরানের বন্দর শহর বন্দর–ই–লেঙ্গহ থেকে ৮০ কিলোমিটার দূরে এবং বন্দর আব্বাস থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পের উত্‍স্যস্থল বলে খবর। ২০০৩ সালে ইরানের ঐতিহাসিক শহর বামে ৬.৬ মাত্রার কম্পনে মৃত্যু হয়েছিল ২৬ হাজার মানুষের।