লিড নিউজ

জেএনইউ তাণ্ডবের দায় স্বীকার করল হিন্দু রক্ষা দল

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালানোর দায় স্বীকার করল হিন্দু রক্ষা দল। সংগঠনের শীর্ষ নেতা খোলাখুলি জানিয়েছেন, আমরাই মেরেছি। ভিডিও প্রকাশ করে হামলার দায়ভার নিয়েছে তারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশবিরোধী কাজের জন্য হামলা করা হয়েছে বলে দাবি করেছে হিন্দু রক্ষা দলের। জেএনইউ ক্যাম্পাসে তাণ্ডব ও হামলার ঘটনায় বামপন্থীরা দোষারোপ করেছিলেন এবিভিপি’‌র ওপর। বিজেপি’‌র ওই ছাত্র সংগঠন অভিযোগ অস্বীকার করেছিল। আর মঙ্গলবার হিন্দু রক্ষা দল নামে এক সংগঠনের প্রতিনিধি গর্বের সঙ্গে দাবি করলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছিলেন তাঁরাই।
মঙ্গলবার সকালে জেএনইউ ক্যাম্পাসে তাণ্ডব চালানোর দায় স্বীকার করে নেয় হিন্দু রক্ষা দল। তাদের সর্বভারতীয় সভাপতি পিংকি চৌধুরী জানিয়েছেন, দেশের শত্রুদের দেশ ভাগ করতে দেব না। দেশহিতের জন্য এই কাজ করেছি। জেএনইউ ক্যাম্পাসে কেউ তিলক লাগিয়ে যেতে পারে না কেন? জেএনইউ ক্যাম্পাসে যে সব কাজ করা হত, তা পুরোপুরি দেশ বিরোধী। আমরা ভয় পাই না, যা হবে দেখা যাবে।
১ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিওতে বামপন্থীদের উদ্দেশ্যে ভূপেন্দ্র তোমর বলেন, ‘‌ওরা আমাদের দেশে থাকবে, খাবে, এখানে শিক্ষালাভ করবে আর দেশবিরোধী কার্যকলাপ করবে। যারা জেএনইউয়ের ঘটনায় জড়িত ছিল তারা আমাদের কর্মী। আমরা সবসময় দেশের জন্য আত্মত্যাগ করতে রাজি।’‌ ভবিষ্যতে ফের এমন হামলা চালানো হবে বলে ট্যুইটারে দাবি করেছেন তিনি।