রাজ্য

জুয়ার আসর থেকে গ্রেপ্তার আরসালানের মালিক!‌

ছেলের কেলেঙ্কারির পর এবার বাবার কেলেঙ্কারি। গভীর রাতে কলকাতার একটি পানশালায় জুয়ার ঠেক থেকে গ্রেপ্তার আরসালান রেঁস্তোরা চেনের মালিক আখতার পারভেজ। শেক্সপিয়ার সরণি এলাকার মোট তিনটি স্থানে অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। সেখান থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আরসালানের মালিক পারভেজ আখতারও আছেন। তাঁকে জেরা করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, পার্ক সার্কাসের একটি পানশালা থেকে গ্রেপ্তার করা হয়েছে আখতার পারভেজকে। একটি জুয়ার আসর থেকেই আখতার পারভেজকে পাকড়াও করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকাও। দেশে পোকার খেলা নিষিদ্ধ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের দপ্তরে নিয়ে এসেছে পুলিশ। যথেষ্ট প্রমাণ পাওয়ায় জুয়া বিরোধী আইনে পারভেজ আখতারকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট শেক্সপিয়ার সরণিতে বেপরোয়া গাড়ি চালিয়ে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িকে ধাক্কা মারে আখতার পারভেজের ছেলে রাঘিবের জাগুয়ার। ওই ঘটনায় মৃত্যু হয় দু’‌জন বাংলাদেশি নাগরিকের। রাঘেব পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার পরে দেশ ছেড়ে পালিয়েছিলেন রাঘেব। দুবাই থেকে ফেরার পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এবার জুয়ার চক্র থেকে আটক হলেন আরসালানের মালিক পারভেজ আখতার।