বিনোদন

জুন মালিয়ার দ্বিতীয় বিয়ে

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া। ছোট ও বড় পর্দায় তিনি দীর্ঘ ২৩ বছর ধরে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আগামী ১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী। পাত্র তার বহুদিনের প্রেমিক ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়। এটি হবে নায়িকার দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল ১৪ বছর আগে। সে সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা মালিয়ার সঙ্গেই থাকে।

বিবাহবিচ্ছেদ হওয়ার পর নায়িকা দুই সন্তানকে পরম যত্নে বড় করেছেন। তাদের ইচ্ছেপূরণে যাতে কোনও কমতি না থাকে সেদিকে সবসময় নজর রাখেন এবং রাখছেন। এমনটাই জানান তার ঘনিষ্ঠরা। সে কারণে মনের মানুষ সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহুদিন আগে সম্পর্ক শুরু হলেও এতদিন বিয়ে করার সিদ্ধান্ত নেননি। তবে এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। কারণ তার দুই সন্তান এখন পরিণত হয়েছে। মাঝখানে ১৪ বছরের অপেক্ষার রাস্তা দিব্যি পেরোলেন জুন। এমনিতে তিনি ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি কিছু প্রকাশ্যে আনতে পছন্দ করেন না। তাকে পাওয়া যায় না সোশ্যাল মিডিয়ায়ও ।

অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ১ ডিসেম্বর ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ের অনুষ্ঠানেও কাছের আত্মীয়-স্বজন এবং টলিউডের হাতে গোনা কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। তবে জুন মালিয়া বলেন, ‘এ ব্যাপারে এখনই বিস্তারিত কিছু জানাতে পারছি না। সময় হলে সবকিছুই প্রকাশ করবো।’