আন্তর্জাতিক

জীবন দিয়ে মনিবের বাচ্চাদের বাঁচালো পোষা কুকুর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মনিবের দুই শিশুপুত্রকে সাপের কামড় থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে পোষা কুকুর। জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর গেরি রিচার্ডসন ও গিনা রিচার্ডসন দম্পতির ১০ বছর বয়সী ছেলে ওরিলি বাগানে খেলছিল। এসময় গিনা তাদের পোষা কুকুর জিউসকে কিছু একটার ওপর লাফ দিয়ে পড়তে দেখেন। গিনা রিচার্ডসন বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম এটা একটা দড়ি। পরে আমরা দেখলাম এটা একটা সাপ। জিউস ওরিলির কাছ থেকে সাপটাকে দূরে সরিয়ে নিতে চেষ্টা করছে।’ ওই সময় গেরি-গিনা দম্পতির ১১ বছর বয়সী ছেলে ওরিয়ন বাগানে আসে। এ পর্যায়ে ওরিয়নকে বাঁচাতে কুকুরটি সাপটির গায়ের ওপর চেপে বসে। 

গিনা আরো বলেন, ‘কিছুক্ষণ পর আমরা লক্ষ্য করলাম কুকুরটি নিস্তেজ হয়ে পড়েছে। আমরা জিউসকে সরিয়ে দেখি সাপটি মারা গেছে। তবে তার আগেই সাপটি জিউসকে চারবার কামড় দেয়। আমরা দ্রুত জিউসকে নিকটবর্তী পশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরদিন জিউস মারা যায়’। গেরি রিচার্ডসন বলেন, ‘জিউস আমার বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। সে সত্যিকারের হিরো। আমি তার কাছে চিরকৃতজ্ঞ।’