ব্রেকিং নিউজ

জামিন পেলেন আইপিএস মির্জা

জামিনে স্বস্তি পেলেন এসএমএইচ মির্জা। সিবিআইয়ের একটি বিশেষ আদালত নারদ স্টিং মামলায় বরখাস্ত আইপিএস অফিসারের জামিন মঞ্জুর করেছে। এসএমএইচ মির্জা তাঁর ছেলে গুরুতর অসুস্থ থাকায় ওই জামিনের আবেদন করেছিলেন। গত ৫৫ দিন ধরে তিনি হেপাজতে রয়েছেন বলে জানান মির্জার আইনজীবী। আদালতের অনুমতি ছাড়া তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও যাবেন না এই শর্তে মির্জার জামিন মঞ্জুর করে সিবিআইয়ের বিশেষ আদালত।
আদালত সূত্রে খবর, এমনকী তাঁকে সপ্তাহে একবার মামলার তদন্তকারী আধিকারিকদের সামনে হাজিরা দেওয়ার শর্তও দেওয়া হয়েছে। মির্জার আইনজীবী শ্যামল ঘোষ বলেন, আদালত জামিনের আবেদনটি গ্রহণ করেন এবং ছেলের শারীরিক অসুস্থতার কারণে ওই আইপিএস আধিকারিকের আবেদনে সাড়া দিয়ে জামিন দেন। আগামী ২৬ নভেম্বর নারদ মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, নারদ নিউজ পোর্টালের মালিক ম্যাথু স্যামুয়েল যখন স্টিং অপারেশনটি করেছিলেন তখন মির্জা বর্ধমান জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্বে ছিলেন। ২০১৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ফাঁস হয় ওই নারদ কেলেঙ্কারির কথা। ২০১৪ সালে একজন ব্যবসায়ীর ছদ্মবেশে স্টিং অপারেশনটি করেন ম্যাথু স্যামুয়েলস। অনেক তৃণমূল নেতাকে টাকা দেওয়ার প্রস্তাব দিতে দেখা গিয়েছিল তাঁকে। ৫২ ঘন্টার ভিডিও ফুটেজে, ১৩জন ব্যক্তিকে মোট ৬০.৫ লক্ষ টাকা নিতে দেখা গিয়েছিল।