বাংলাদেশ

জামিন খারিজ খালেদা জিয়ার!‌

জেলে শরীর খারাপ হচ্ছে। জানা গিয়েছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাম হাত সম্পূর্ণ বেঁকে গিয়েছে এবং ডান হাতও বেঁকে যাচ্ছে। হাসপাতালে দেখা করে এমনই খবর জানিয়েছিলেন তাঁর বোন সেলিমা ইসলাম। খালেদার জামিন ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে চেয়েছিল তাঁর পরিবার। কিন্তু সেই আবেদন ধোপে টিকল না। খালেদা জিয়ার জামিন খারিজ করে দিয়েছে বাংলাদেশের আদালত।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহুরুল হকের বেঞ্চ এই আদেশ দেন। বিচারপতিরা জানান, বিএসএমএমইউতেই খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব। তাছাড়া তিনি সাজাপ্রাপ্ত আসামি। এদিন খালেদাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু সেই আবেদনেও কাজ হয়নি। আদালতে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টটি খোলা হয়। এরপর আদালতে সবার সামনেই সেটি পড়ে শোনানো হয়।
রিপোর্টে বলা হয়েছে, খালেদা জিয়ার ডায়বেটিক, হাইপার টেনশন, অ্যাজমা ও বাতের সমস্যা রয়েছে। তবে এগুলো নিয়ন্ত্রণে। কিন্তু নতুন করে শুরু হয়েছে ব্যাক পেইন। এই সমস্যাগুলোর অ্যাডভান্সড ট্রিটমেন্টের জন্য খালেদা জিয়ার অনুমতি না থাকায় তা শুরু করা যায়নি। জেলবন্দি খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে সরকারের কাছে সুপারিশ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করেছিলেন তাঁর স্বজনরা।