আন্তর্জাতিক

জাপানে টাইফুন : নিহত ১৪

জাপানে ভয়াবহ টাইফুনের আঘাতে অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। টাইফুনের আঘাতে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, প্লাবিত হয়েছে অনেক এলাকা। বলা হচ্ছে, গত ৬০ বছরের মধ্যে এটি জাপানের সবচেয়ে ভয়াবহ ঝড়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে দেশটির রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। উল্লেখ্য, গত মাসেই টাইফুন ফাক্সাইয়ের আঘাতে জাপানের বিভিন্ন অঞ্চলে বাপক ক্ষয়ক্ষতি হয়। ওই টাইফুনে তখন ৩০ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয় যার অধিকাংশই এখনও মেরামত করা হয়নি।