লিড নিউজ

জম্মুর বাসে মিলল ১৫ কেজি আরডিএক্স, চাঞ্চল্য

পুলওয়ামার ধাঁচেই নাশকতার ছক করল জঙ্গিরা। যা ভেস্তে গেল সেনাবাহিনীর নজরদারিতে। গোয়েন্দারা আগাম জানিয়েছিল, পুলওয়ামার ধাঁচেই হামলা করার ছক কষেছে পাক জঙ্গি সংগঠন জৈশ–ই–মহম্মদ। নেপথ্যে সাহায্য করবে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এবার সেই খবর হুবহু মিলে গেল। মঙ্গলবার উপত্যকার বাসের মধ্যে থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল সেনাবাহিনী। যা রাখা হয়েছিল বড় নাশকতার জন্য বলেই খবর। নিশ্ছিদ্র নিরাপত্তায় এমন ঘটনার পর জোর তল্লাশি শুরু হয়েছে।
এদিন জম্মু–কাশ্মীর শহরের বাসস্ট্যান্ডে বাসটি এসে দাঁড়িয়েছিল। বাসটি কাঠুয়া জেলার বিলওয়ার থেকে জম্মুতে এসেছিল। বাসটি আবার ছাড়ার আগে তল্লাশি করা হয়। তখনই বাসের মধ্যে রাখা রয়েছে ১৫ কেজি আরডিএক্স। এছাড়া ৪০ কেজি বন্দুকের পাউডার বাজেয়াপ্ত করা হয়েছে। এত পরিমাণ বিস্ফোরক কোথা থেকে এল?‌ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত?‌ তাহলে কী সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢুকে পড়ল?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে।
জম্মু–কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর থেকেই পাকিস্তান নানাভাবে শান্তি নষ্ট করার ছক করছে। গোটা উপত্যকা রয়েছে সেনাবাহিনীর দখলে। তাহলে বাসের মধ্যে বিস্ফোরক এলো কোথা থেকে?‌ এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। ঘটনার নেপথ্যে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই বলে গোয়েন্দাদের দাবি।