বিনোদন

জমকালো আয়োজনে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

জমকালো আয়োজনে শুরু হয়েছে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার (৮ নভেম্বর) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের তারকাখচিত মঞ্চে প্রদীপ জ্বালিয়ে শাহরুখ খান উৎসবের উদ্বোধন করেন। প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছেন শাহরুখ খান, রাখী গুলজার, মহেশ ভাট। কিন্তু এবার আমন্ত্রণ থাকা সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেননি অমিতাভ বচ্চন। তিনি গত আট বছর ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তবে অসুস্থতার কারণে এ বার বিগ বি উপস্থিত থাকতে পারেননি। গত এক মাস ধরেই বেশ অসুস্থ অমিতাভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ পেয়ে প্রথমে অমিতাভ জানান, তিনি যেতে পারবেন না। পরে অবশ্য জানান, আসবেন। কিন্তু শুক্রবার সকালে জানান, তিনি অপারগ। অনুষ্ঠানের মঞ্চে আরও ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেব, রুক্মিণী মিত্র, গৌতম ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, নুসরাত জাহান, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া।

অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় মার্কিন অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডোয়েল, মাধবী মুখোপাধ্যায়, মহেশ ভাটসহ উপস্থিত অতিথিদের। এবারে চলচ্চিত্র উৎসবে ৭৬টি দেশের ৩৬৬টি ছবি দেখানো হবে।