রবিবার জনতা কার্ফু। তার প্রভাব পড়বে ভারতীয় রেলেও। কোনও লোকাল বা দূরপাল্লার ট্রেন চলবে না ২২ মার্চ। শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন। রবিবার মাঝরাত থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ করল ভারতীয় রেল। জরুরি পরিষেবা সচল রাখতে নামমাত্র লোকাল ট্রেন চলবে।
জানা গিয়েছে, রবিবার রাত ১০টা পর্যন্ত বাতিল করে দেওয়া হল ২৪০০টি প্যাসেঞ্জার ট্রেন। যে ট্রেনগুলি যাত্রাপথের মাঝপথে রয়েছে, তাদের গন্তব্য পর্যন্ত চালানো হবে। যে ট্রেনগুলি খালি থাকবে, সেগুলি মাঝপথেই থামিয়ে দেওয়া হতে পারে। ২২ মার্চ, রবিবার ভোর ৪টে থেকে রাত ১০ পর্যন্ত বাতিল করা হল দূরপাল্লার ট্রেন (মেল, এক্সপ্রেস ও ইন্টারসিটি)।
এদিকে মাঝপথে কোনও স্টেশনে যাত্রীরা থেকে যেতে চাইলে অপেক্ষাগৃহে ভিড় এড়িয়ে থাকার ব্যবস্থা করা হবে। দেওয়া হবে পানীয় জল। টাকা দিয়ে খাবারও কিনতে পারবেন যাত্রীরা। ট্রেন বাতিলের টাকা সহজেই ফেরত দেওয়ার ব্যবস্থা করবে রেল কর্তৃপক্ষ। বিভিন্ন ট্রেনের শাখাগুলি গোটা ব্যবস্থাপনায় নজর রাখবে।
অন্যদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী রবিবার ২২ মার্চ সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত সকল দেশবাসীকে জনতা কার্ফু পালনের অনুরোধ করছি। ওইদিন কোনও নাগরিক ঘরের বাইরে বেরোবেন না। রাস্তায় যাবেন না। জরুরি ক্ষেত্রের সঙ্গে যুক্তদের তো বাইরে বেরোতে হবে। তবে সাধারণ নাগরিকরা দেশের হিতে আত্মসংযমের করুন।