লিড নিউজ

জঙ্গি হামলার আশঙ্কা দিল্লিতে, জারি হাই অ্যালার্ট

ফের হামলার মুখে পড়তে চলেছে নয়াদিল্লি। নবরাত্রির রেশ থাকতে থাকতেই বড় সন্ত্রাসবাদী হামলার মুখে পড়তে পারে রাজধানী দিল্লি। বৃহস্পতিবার এই সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। কাশ্মীর থেকে কয়েকজন সন্ত্রাসবাদী হামলা চালাতে দিল্লি পৌঁছে গিয়েছে বলে খবর। সম্প্রতি জম্মুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাস থেকে ১৫ কেজি আরডিএক্স পাওয়া গিয়েছিল। কে বা কারা তা রেখেছিল এখনও হদিশ করা যায়নি। তবে পুলওয়ামা ধাঁচে হামলা হতে পারে বলে আগাম সতর্কবার্তা জারি করেছিল গোয়েন্দারা। ফলে বাসে বিস্ফোরকের সঙ্গে জঙ্গি নাশকতার ছক মিলে গিয়েছিল। সেই সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢুকে পড়েছিল বলে যে আশঙ্কা করা হচ্ছিল তারাই দিল্লি পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।
দিল্লিতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা পেয়েছে দিল্লি পুলিশের অ্যান্টি–টেররিস্ট স্কোয়াড। এই খবরের সত্যতা স্বীকার করেছেন স্পেশাল সেলের এক সিনিয়র অফিসার। সতর্ক করা হয়েছে ১৫টি জেলার ডিসিপি পদমর্যাদার আধিকারিকদের। তাই রাজধানীকে যাতে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় তা নিশ্চিত করতে নির্দেশ জারি করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর, রেল স্টেশন, মেট্রো স্টেশন, শপিং মল, বাজার–যে সব জায়গায় বহু মানুষের আনাগোনা থাকে, সেই সব জায়গায় কড়া নজর রাখা হচ্ছে। নিয়মিত নজর রাখা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়। কোনও সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশ কড়া ব্যবস্থা নেবে। এছাড়াও শহরের বিভিন্ন গেস্ট হাউস এবং হোটেলগুলিতেও কারা আসা–যাওয়া করছে, সেদিকে নজর রাখা হচ্ছে।