ব্রেকিং নিউজ

ছুটির ঘন্টা বিকেল চারটেয়

অভিনব সিদ্ধান্ত ঘোষণা করল নবান্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সতর্কতা জারি করে সরকারি কর্মীদের বিকেল চারটেয় ছুটি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। রাস্তায় অফিস যাত্রীদের ভিড় কমাতে সরকারি কর্মীদের আগে ছুটি দেওয়ার কথা ঘোষণাও করলেন। মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার থেকে বিকেল চারটে পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মীরা।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কাল থেকে অফিস হালকা করতে চাই। তাই বিকেল চারটে পর্যন্ত রোস্টার করে দেওয়া হবে। ১০ থেকে সাড়ে ৫টা নয়। চারটের মধ্যে ছুটি দিয়ে দেব। যাতে একই সময়ে বাসে, রেলস্টেশনে ভিড় বেশি না হয়। আপনারা সকলে ভালো থাকলে রাজ্যটা ভালো থাকবে। এই দু’‌সপ্তাহ সতর্ক থাকতে হবে।’‌ এই ঘোষণায় কানিকটা খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মী মহলে।
এমনকী শরীর খারাপ হলে অনলাইন আবেদনে মেডিক্যাল লিভ মঞ্জুর করে দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। পুলিশ অফিসার, সরকারি কর্মী এবং সংবাদমাধ্যম কর্মীদের সকলের সঙ্গে দেখা করতে হয়। দূরত্ব বজায় রাখুন। সামনে গিয়ে কথা বলবেন না। হাত স্যানিটাইজ করুন। নিজেকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখুন বলেও পরামর্শ দেন তিনি।