Another 33 people died in the country. As a result,the death toll increased to 199 and the number of corona victims increased to 6412.
স্বাস্থ্য

চীন বানিয়েছে করোনার ওষুধ

কোভিড-১৯ মোকাবিলায় চীন বানালো বিশেষ ন্যানোম্যাটেরিয়াল। যা শরীরে ঢুকে মুহূর্তের মধ্যেই গিলে খেয়ে করোনাভাইরাসকে শেষ করে ফেলবে। চীনা বিজ্ঞানীরা এমনটাই দাবি করেছেন। চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক টুইটে গোটা বিশ্ব নতুন করে আশার আলো পেয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলার জন্য হাতিয়ার প্রস্তুত। চীনা গবেষকদের দাবি, এই ওষুধ প্রয়োগ করে পাওয়া গেছে ৯৬.৫-৯৯.৯ শতাংশ সাফল্য। করোনা ভাইরাসকে মোকাবিলার জন্য গবেষকেরা একরকম ন্যানোমেটেরিয়াল বানিয়েছেন যা শরীরে প্রবেশ করে করোনা ভাইরাস শুষে নেয় এবং এরপর তাকে ৯৯.৯ শতাংশ পর্যন্ত নিষ্ক্রিয় করে ফেলে।

বৈজ্ঞানিকরা একে ভ্যাকসিন বা ওষুধ বলতে রাজি নন। তাদের মতে, এটি একটি জৈব অস্ত্র যাকে করোনার সঙ্গে লড়াইয়ের জন্যই তৈরি করা হয়েছে। ন্যানোমেটেরিয়াল হেলথকেয়ার ছাড়াও পেন্টস, ফিল্টার, ইনসুলেশন এবং লুব্রিকেট করার কাজেও ব্যবহার করা হয়। করোনা ভাইরাসকে মোকাবিলার ক্ষেত্রে এটা দেহে প্রবেশের পর শরীরের বাকি এনজাইমগুলোর মতোই কাজ করে। আর এতেই সাফল্য আসে।