আগেই নিজেদের উদ্বিগ্নতার কথা জানিয়েছিল বাংলাদেশ। এবার আক্রান্ত চীন থেকে কোনও বাংলাদেশিকে সরকারি তরফে ফেরানো হবে না। আসতে চাইলে নিজ খরচায় ফিরে আসতে বাধা নেই। তবে, ফেরার পরই তাদের কোয়ারেন্টিনে রাখা হবে। ঢাকায় এই কথা স্পষ্ট করে দিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আর তাতেই চাপে পড়ে গেল চীনে থাকা বাংলাদেশিরা।
বাংলাদেশের বিদেশমন্ত্রী জানান, ১ ফেব্রুয়ারি ৩১২ জন বাংলাদেশিকে সরকারি খরচায় দেশে ফিরিয়ে আনা হয়। চীনে যাওয়া পাইলট–ক্রুদের অন্যদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন যাঁরা চীনে রয়েছেন, তাঁরা নিজ খরচায় ফিরে আসলে সরকারের কোন আপত্তি নেই। সেক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা সরকার নেবে।
তিনি বলেন, ‘আমরা খুব সংবেদনশীল, তাদের বাবা–মায়েরা বলছেন তাদেরকে নিয়ে আসার জন্য। আমরা বলেছি, আপনারা যদি নিয়ে আসেন, আমাদের কোনও আপত্তি নাই। তবে ফিরে আসার পর কোয়ারেন্টিনে থাকতে হবে। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। আমাদের কোয়ারেন্টিনেও কিছু সমস্যা হয়।’ এই পরিস্থিতিতে অন্য কোনও পাইলটকে আর চীনে পাঠানোর ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ।
