নতুন বছরের প্রথম দিনেই জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরে মর্মান্তিক ঘটনা। ফানুস থেকে জার্মানির এক চিড়িয়াখানায় আগুন লেগেছে। এতে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জি–সহ অন্তত ৩০টি বন্যপ্রাণী পুড়ে মারা গিয়েছে। জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে খবর। ১৯৭৫ সালে গড়ে ওঠা ক্রেফেল্ড চিড়িয়াখানায় পাখি, বাদুড়, বানর এবং বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। গরিলার খাঁচাটি মূল চিড়িয়াখানার থেকে কিছুটা দূরে অবস্থিত। সেখানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বর্ষবরণের রাতে।
পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের কিছু আগে ফানুস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যেগুলো চাইনিজ ফানুস বলেই ধারণা করা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফেসবুকে জানায়, আশঙ্কাই সত্য হয়েছে। বানরদের খাঁচায় কোনও প্রাণী বেঁচে নেই। নিরাপত্তার আশঙ্কায় আগে থেকেই কংমিং নামে পরিচিত চাইনিজ ফানুস শহরটিতে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই এসব ফানুস উড়ানো হয়।
স্থানীয় সূত্রে খবর, দু’হাজার বর্গমিটারের এই চিড়িয়াখানায় পাখি, বাদুড়, বানর ও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। গরিলার সেকশনটি চিড়িয়াখানার মূল অংশের খানিক দূরে। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে বর্ষবরণের রাতে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
