আন্তর্জাতিক

চিলিতে সহিংসতা, ৩ জনের মৃত্যু

চিলির রাজধানী সান্তিয়াগোতে চলমান সহিংসতার ফলে শনিবার রাতে একটি সুপারমার্কেটে আগুন লেগে যায়। এতে তিন জন মারা গেছে। এরমধ্যে দুই জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পরে মারা যায়। এর আগে মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার স্থানীয় স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেট্রোস্টেশন ভাংচুর ও পুলিশের গাড়িতে আগুন দেয়। পুলিশও পাল্টা লাঠি চার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে কার্যত অচল হয়ে পড়ে শহরটি। বিবিসির খবরে বলা হয়, শনিবার বিক্ষোভ সহিংসতার মুখে সরকার জরুরি অবস্থা ঘোষণা করে সান্তিয়াগোতে সেনাবাহিনী মোতায়েন করা সত্ত্বেও বিক্ষোভ চলতে থাকে। রক্তক্ষয়ী সংঘর্ষের পর ঝুকিপূর্ণ অঞ্চলে কারফিউ জারি করা হয়।