দেশ

চিতাবাঘের মাংস খেল গ্রামবাসীরা!‌

বাঘ মানুষ খায়। কিন্তু ছবিটা যদি বিপরীত হয় তাহলে কেমন হবে?‌ প্রশ্নটা বিরল হলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে। একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে পিটিয়ে মেরে তার মাংস খেল গ্রামবাসীরা। তাও আবার রীতিমতো পিকনিক করে! এমনই নৃশংস ঘটনা ঘটেছে অসমে। বন্যপ্রাণ বাঁচানোর চেষ্টা করে চলেছে বন দপ্তর ও পশুপ্রেমীরা। কিন্তু তাদের সমস্ত চেষ্টায় যেন জল ঢেলে দিচ্ছে এই ঘটনা। বাঘের মাংসের জন্যই সভ্য মানুষ পিকনিক করে সানন্দে ভোজন করা নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা। অসমের গুয়াহাটির বাসিন্দারা তেমনটাই ঘটিয়েছেন।
ঠিক কী ঘটেছে?‌ সূত্রের খবর, অসমের অটল রঙঢালি এলাকার চা–বাগানে পর পর পাঁচ জনের উপর হামলা চালায় ওই চিতাবাঘটি। তাকে পাকড়াও করার চেষ্টা করলে নদী পেরিয়ে পালিয়ে দিল্লিবাড়ি গ্রামে ঢুকে পড়ে। সেখানে গিয়েও হামলা চালায়। তখন সেখানকার বাসিন্দারা লাঠি নিয়ে চড়াও হয় বাঘ মামার উপর। ধরা পড়ে যায় গ্রামবাসীদের হাতে। ইট, পাথর, লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে গ্রামবাসীরা। তারপর দা দিয়ে মাংস কেটে শুরু হয় মহাভোজ।
কেউ কেউ আবার নৃশংস এই ঘটনা ভিডিও করে রাখেন। একের পর এক ছবিও ওঠে। গোটা ঘটনায় অবাক বন দপ্তরের কর্মীরা। গ্রামবাসীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। দোষীদের খোঁজে তল্লাশি চলছে। উল্লেখ্য, তিন বছর আগেও এই এলাকায় চিতাবাঘ মেরে মাংস খেয়েছিল গ্রামবাসীরা। বিভিন্ন সূত্র থেকে ‘বাঘ–খেকো’দের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে খবর।