বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

এ বছর দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। সোমবার নোবেল কমিটি চিকিৎসায় এ বছরের নোবেলজয়ী হিসেবে তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে। তারা হলেন– যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম কায়েলিন ও গ্রেগ সেমেনজা ও যুক্তরাজ্যের পিটার র‌্যাটক্লিফ। এর মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা শুরু হলো। মানবদেহে অক্সিজেনের উপস্থিতির পর কোষের সাড়াদানের প্রক্রিয়া নিয়ে গবেষণা করে চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তারা। পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ১৪ হাজার ডলার) এই তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে।