লিড নিউজ

চাকরি খোয়াতে পারেন রবি শাস্ত্রী!‌

ভারতীয় দলে কোচের পদ হঠাৎ টলোমলো হয় উঠল। ফলে যে–কোনও মুহূর্তে এই পদ থেকে চাকরি চলে যেতে পারে রবি শাস্ত্রীর। যা নিয়ে এখন জোর শোরগোল পড়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নিযুক্ত ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সুপারিশে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হন রবি শাস্ত্রী। প্রধান কোচ হিসাবে ধরে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল কপিল দেব, অংশুমান গায়কোওয়াড় এবং শান্তা রঙ্গস্বামীর অ্যাডভাইজারি কমিটি।
জানা গিয়েছে, এই পদের জন্য শাস্ত্রী ছাড়াও মাইক হেসন, রবিন সিং, টম মুডি, লালচাঁদ রাজপুতও আবেদন করেছিলেন। তবে শাস্ত্রীর মেয়াদ বিশ্বকাপ ২০১৯ সালের পরে শেষ হলেও তাঁকে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের নিয়োগ করা হয়েছিল। ভারতে ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রী কোচের দায়িত্বে থাকছেন। এটি জাতীয় দলের সঙ্গে শাস্ত্রীর চার নম্বর গাঁটছড়া।
বিসিসিআইয়ের পর্যবেক্ষণই শাস্ত্রীর হেড কোচের পদকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। কারণ বিসিসিআইয়ের আইন অফিসার ডি কে জৈন দাবি করেন, কপিল দেবের নেতৃত্বাধীন অ্যাডভাইজারি কমিটিতে স্বার্থের সংঘাত রয়েছে। কমিটির তিন সদস্যের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। যার জেরে শাস্ত্রীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কপিল, গায়কোয়াড় এবং রঙ্গস্বামীকে লিখিত নোটিশ পাঠানো হয়েছে। জবাব দেওয়ার জন্য ১০ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারিত হয়েছে। তার মধ্যেই তাঁদের প্রত্যুত্তর হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।