অভিনেতা ও নির্মাতা ইমতিয়াজ খান (৭৮) মারা গেছেন। রোববার (১৫ মার্চ) মুম্বাইয়ে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার মৃত্যুর খবর আজ (১৭ মার্চ) সংবাদমাধ্যমের কাছে পৌছায়। ইমতিয়াজ খান ‘শোলে’খ্যাত প্রয়াত অভিনেতা আমজাদ খানের ভাই। তার স্ত্রী কৃতিকা দেশাই টেলিভিশনের প্রথম সারির একজন সফল অভিনেত্রী।
ইমতিয়াজ খানের মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা জাভেদ জাফরি টুইট করেন। তারা দু’জন ‘গ্যাঙ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি ইমতিয়াজ খান একজন ভাল মানুষ ছিলেন বলেও জাফরি মন্তব্য করেন।
‘ইয়াদো কী বারাত’, ‘চোর পুলিস’, ‘হালচাল’, ‘প্যায়ার দোস্ত’ ও ‘নূর জাহান’র মতো বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায় ইমতিয়াজ খান অভিনয় করেন।