বাংলাদেশ

চলতি বছর ডেঙ্গুতে ৮১ জনের মৃত্যু

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে। শুক্রবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ নিয়ে সরকারিভাবে চলতি বছর ৮১ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করা হলো। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গঠিত কমিটি মৃত্যু পর্যালোচনা করছে। ওই কমিটি শুক্রবার পর্যন্ত ১৩৬টি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে জানিয়েছে, ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছে। অন্য ৫৫ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়নি। অবশ্য শুরু থেকেই এই কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শুক্রবার নতুন করে আরও ৩৬০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত তিন দিন ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। গত বুধ ও বৃহস্পতিবার ৩৯৮ ও ৩৮৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।