ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসাবে শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামি লীগ। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আতিকুল আগে সর্বশেষ উপনির্বাচনে জয়ী হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
আর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সইদ খোকনের বদলে প্রার্থী হিসাবে মনোনয়ন পেলেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আওয়ামি লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এই খবর ঘোষণা করেন।
কেন জয়ী সইদ খোকনকে এবার মনোনয়ন দেওয়া হলো না? আওয়ামি লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেন, ‘আমি বলতে পারব না। আমি শুধু এটুকু বলব, যাঁরা প্রার্থী ছিল তাদের সবার ব্যাকগ্রাউন্ড, গ্রহনযোগ্যতা, জনপ্রিয়তা এবং কার কতটা জয় পাবার সম্ভাবনা আছে তা বিবেচনা করে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নাবিল। তিনি প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটির শেষ নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি গত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণের জন্য ৩০ জানুয়ারি ২০২০ তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ২ জানুয়ারি ২০২০। আর প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৩০ জানুয়ারি।