ঘূর্ণিঝড়ের প্রভাবে হতে পারে প্রবল বৃষ্টিপাত। এতে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্ক থাকতে হবে আমাদের। সে জন্য ঘূর্ণিঝড়ের সময় ও পরে কতগুলো কাজ করতে হবে।
ঘূর্ণিঝড়ের সময় :
১. রাস্তায় থাকলে যেকোনো পাকা ঘরে আশ্রয় নিন।
২. কোনোভাবেই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা যাবে না।
৩. বাড়ির বিদ্যুৎ এবং গ্যাসের মেইন লাইন বন্ধ করে দিন।
৪. বাইরে থেকে ময়লা বা ভারী কিছু উড়ে আসার আগে দরজা-জানালা বন্ধ রাখুন।
৫. টিনশেড বাসা হলে বা নিচু জায়গায় হলে নিরাপদ কোথাও আশ্রয় নিন।
৬. কোনোভাবেই ট্যাপের জল সরাসরি খাওয়া যাবে না।
৭. খুব বেশি জরুরি না হলে রাস্তায় বের হওয়া ঠিক নয়।
৮. বিপদগ্রস্তকে সাহায্য করার সুযোগ থাকলে সাহায্য করুন।
ঘূর্ণিঝড়ের পর :
১. ক্ষতিগ্রস্ত প্রতিবেশীর পাশে দাঁড়ান।
২. অভুক্তদের শুকনো খাবার ও পানীয় দিয়ে সাহায্য করুন।
৩. পরিস্থিতি স্বাভাবিক না হতে ক্ষতিগ্রস্ত বাড়িতে প্রবেশ করবেন না।
৪. রাস্তায় বা বাসার ভেতরে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার ধরবেন না।