ঘরে বসেই আপনি আপনার দেহের অক্সিজেন রেট পরিমাপ করতে পারবেন। এমনকি চারপাশে অক্সিজেনের পরিমাণ কত তাও পরিমাপ করা যায়। এর জন্য প্রয়োজন শুধুমাত্র পালস অক্সিমিটার। পালস অক্সিমিটার আঙুলে লাগানো হলে ডিভাইসের অভ্যন্তরে একটি এলইডি দ্বারা দুটি তরঙ্গদৈর্ঘ্য লাইট নির্গত হয়। নখদর্পণে যে আলো প্রবেশ করে তা পরিমাপ করা হয় এবং রক্তে অক্সিজেনের পরিমাণ জানা যায়। এমনকি এতে হার্টের পালসও প্রদর্শন করে।
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত বা যাদের উপসর্গ রয়েছে তাদের জন্য পালস অক্সিমিটার অত্যন্ত জরুরি। এতে কার হাসপাতালে ভর্তি হতে হবে, কার অক্সিজেন থেরাপির দরকার ও কাকে আইসিউতে নিতে হবে ও ভেন্টিলেশনে রাখতে হবে তা সহজেই জানা যায়। তবে হাত যদি ঠাণ্ডা বেশি থাকে তাহলে অক্সিমিটার সঠিকভাবে কাজ করে না। তবে কোনো ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয় তবে তার উচিত জরুরি পরিষেবায় ফোন দেওয়া। যদি হার্টবিট প্রতি মিনিটে ৯০ এর নিচে এবং প্রতি মিনিটে শ্বাস-প্রশ্বাসের পরিমাণ ২০ এর নিচে হয় তাহলে অতিসত্বর হাসপাতালে যাওয়া উচিত।