লাইফস্টাইল

ঘরের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়

বাড়ি থেকে বাজে গন্ধ দূর করতে চান? প্রথমেই জানতে হবে গন্ধের উৎস কোথায়। যদি রান্না করার কারণে বাড়িতে উৎকট গন্ধ হয় তবে রান্না হয়ে গেলেই জানালা-দরজা খুলে দিন। এতে আঁশটে গন্ধ বেরিয়ে যায়। অনেক সময়ই বদ্ধ ঘরে উৎকট গন্ধ বেশি হয়।

অনেক সময়েই রান্না ঘরে, বাথরুমে বা বাড়ির অন্য কোনো জায়গা থেকে বাজে গন্ধ দূর করতে নানা রুম ফ্রেশনার ব্যবহার করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেই উৎকট গন্ধ ফিরে আসে। ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি চান? তাহলে ঘরের কোণে ছোট ছোট কাঁচা লেবুর টুকরো রেখে দিন। লেবু না থাকলে লেবু পাতাও রাখতে পারেন তবে ছিঁড়ে।

রান্নঘরে ময়লার ঝুড়ি যেন হয় ঢাকনাযুক্ত। তাহলে বাজে গন্ধটা পুরো বাড়ি ছড়ানোর আশংকা কম থাকবে। রান্নঘরে থালা-বাসন মাজার ক্ষেত্রে যে স্পঞ্জ ব্যবহার করেন। এটি প্রত্যেক সপ্তাহে পরিবর্তন করে নিন। অথবা প্রতিদিন ব্যবহারের পর তা গরম পানি দিয়ে ধুয়ে নিন। মাছ-মাংস ইত্যাদির কাঁচা অবশিষ্ট অংশ ফেলার ক্ষেত্রে প্ল্যাস্টিক বা কাগজের প্যাকেট ব্যবহার করবেন। প্যাকেটের ওপরের অংশটা মুড়ে তবেই ময়লার ঝুড়িতে ফেলবেন। রান্নাঘরের যেকোনো এক জায়গায় একটি খোলা বাটিতে বেকিং সোডা বা ভিনেগার রাখতে পারেন। এগুলো গন্ধ শুষে নিবে।

বাড়িতে যদি ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এসেনশিয়াল অয়েল থাকে তাহলে দু’চার ফোঁটা নিয়ে লাইট বাল্বের বাইরের অংশে অল্প করে মাখিয়ে রাখতে পারেন। এই কাজটি করার সময়ে সাবধানে করবেন যাতে ইলেক্ট্রিক শক না লাগে। পরে যখন বাল্ব জ্বালাবেন, বাল্ব গরম হওয়ার সঙ্গে সঙ্গে ভ্যানিলার সুগন্ধে বাড়ি ভরে উঠবে।

অনেক সময়ই ফ্রিজে নানা রকম খাবারের গন্ধ বের হয়। সামান্য কফি পাউডার ফ্রিজে ছড়িয়ে দিন। দুর্গন্ধ আর বের হবে না। তবে তার আগে অবশ্যই ফ্রিজ পরিষ্কার করবেন। খাবার ঢাকা দিয়ে তবেই ফ্রিজে রাখবেন।