লিড নিউজ

গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল অসম

প্রজাতন্ত্র দিবসের সকালে বিস্ফোরণে কেঁপে উঠল অসম। পরপর তিনটি গ্রেনেড বিস্ফোরণ হল অসমে। ৩০ মিনিটের ব্যবধানে তিন জায়গায় বিস্ফোরণ হল। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দধুলিয়াজান, ডিব্রুগড়, সোনারী–সহ একাধিক জায়গায় হয়েছে বিস্ফোরণ। ধুলিয়াজানে আইইডি বিস্ফোরণ হয়েছে বলে খবর। প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগেই এই বিস্ফোরণের ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
প্রশাসনিক সূত্রে খবর, রবিবার দেশ যখন ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন করছে তখন অসমের ডিব্রুগড়, চড়াইদেও এবং ধুলিয়াজান বিস্ফোরণে কাঁপল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিস্ফোরণের পেছনে নিষিদ্ধ সংগঠন আলফার হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ৩৭ নম্বর জাতীয় সড়কের কাছে ডিব্রুগড়ের গ্রাহাম বাজারের কাছে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। পরে দধুলিয়াজান, সোনারী–সহ একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটে। সংবাদসংস্থা এএনআই–কে অসম পুলিশের ডিজি ভাস্কর জ্যোতি মহন্ত বলেন, ‘‌বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলেছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার কে বা কারা জড়িত তা দ্রুত চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।’‌
উল্লেখ্য, রবিবার মানুষকে প্রজাতন্ত্র দিবস পালন না করার ডাক দিয়েছিল আলফা। তারা সাধারণ ধর্মঘট পালন করব বলেও ঘোষণা করেছিল। মানুষ যাতে এই বিশেষ দিনে বাড়ির বাইরে না বেরোয় হুমকি দিয়েছিল তারা। শুধু অসমই নয়, উত্তর–পূর্বের বাকি অংশেও তারা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বয়কট করার ডাক দিয়েছিল। যার পর এই ঘটনা তাদেরই ঘটানো বলে মনে করা হচ্ছে। রাস্তায় রাস্তায় এখন চলছে পুলিশি টহলদারি। তদন্তের নির্দেশ দিয়েছে অসম প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী।