২৭ অক্টোবর, ২০১৯। দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ভারতীয় সময় সন্ধ্যা ৭টার সময় হোয়াইট হাউসের কূটনীতিক ঘর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বিন লাদেন পরবর্তী সময়ে যে হয়ে উঠেছিল সন্ত্রাসের বিশ্বজোড়া মুখ সেই আইএসআইএস প্রধান আবু বকর আল বাগদাদি নিকেশ হয়েছে রাতের মার্কিন অপারেশনে। মার্কিন সেনার সেই অপারেশনে অংশ নিয়েছিল একটি সারমেয়। বাগদাদিকে সুড়ঙ্গের দিকে তাড়া করে নিয়ে যাওয়ার সময় ওই সারমেয়র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আইএস প্রধানের নিধনে ওই সারমেয়র ভূমিকাকে ‘গ্রেট জব’ অ্যাখ্যা দিয়ে মঙ্গলবার তার ছবি, নিজের টুইটার হ্যান্ডল থেকে প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, উত্তর–পশ্চিম সিরিয়ায় মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে কুকুর ও কাপুরুষের মতো মৃত্যু হয়েছে বাগদাদির। বাগদাদিকে তাড়া করেছিল মার্কিন সেনার এক দক্ষ কুকুর। তাড়া খেয়ে সুড়ঙ্গে কোণঠাসা হয়েই আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় বাগদাদি। এবার সেই সারমেয়র সঙ্গে দুনিয়ার পরিচয় করালেন মার্কিন প্রেসিডেন্ট। বাগদাদিকে তাড়া করতে গিয়ে চোট পাওয়া ওই সারমেয়র ব্যাপারে তিনি বলেন, ‘হালকা চোট পেয়েছিল ও। চিকিৎসা চলছে। এখন সে সুস্থ। কিছুদিন পরই আবার কাজে যোগ দেবে।’