ফের বিদেশের মাটিতে ভারতীয় সঙ্গীতের জয়জয়কার। গ্যামির মঞ্চে সম্মানিত ভারতীয় সঙ্গীত। সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ শক্তি বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে জিতে নিল গ্র্যামি পুরস্কার।
এবার ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ভারতীয় সঙ্গীত শিল্পীদের এই সম্মানে স্বভাবতই উচ্ছ্বসিত দেশবাসী৷ বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে পুরস্কৃত অ্যালবাম ‘দিস মোমেন্ট’ শক্তি-এর ঝুলিতে এল গ্র্যামি৷ এই অ্যালবামে মোট আটটি গান রয়েছে৷
৬৬ তম গ্র্যামি পুরস্কারের মঞ্চে তিন-তিনটি পুরস্কার জিতে নিলেন তবলা-বাদক জাকির হুসেন। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স, বেস্ট কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম এবং বেস্ট গ্লোবাল। মিউজিক বিভাগে পুরস্কার জিতেছেন তিনি।জাকির হুসেনের সঙ্গে ফিউশন ব্যান্ড ‘শক্তি’-র অন্যতম সদস্য শঙ্কর মহাদেবনও ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে।
অ্যালবামের সঙ্গে জড়িত রয়েছেন জাকির হুসেন (তবলা),শঙ্কর মহাদেবন (ভোকালিস্ট), জন ম্যাকলাফলিন (গিটার),ভি সেলভাগনেশ (পারকিউশনিস্ট) ও গণেশ রাজাগোপালন (ভায়োলিনিস্ট)৷ শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের এই সাফল্যে উচ্ছ্বসিত সঙ্গীতদুনিয়া ও অনুরাগীমহল।