জনপ্রিয় তারকা ও সাংসদ নুসরাত জাহানের জন্মদিনে গান গাইলেন স্বামী নিখিল জৈন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিখিল নিজেই স্ত্রী নুসরাতের জন্মদিন সেলিব্রেশনের ভিডিও পোস্ট করেছেন। গত বৃহস্পতিবার ৩০ বছরে পা দিয়েছেন নুসরাত। জন্মদিন উপলক্ষে নিখিল পার্টি দিয়েছিলেন। সেই পার্টিতে নুসরাতের একাধিক কেককাটা ও নিখিলের সঙ্গে ড্যান্স পারফরম্যান্সের ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জন্মদিনে উপস্থিত বন্ধুদেরও দেখা গেছে সেই ভিডিওতে।
সম্পর্কিত খবর
নিখিলের পোস্ট ঘিরে জল্পনা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
নুসরত কি নিখিলের বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন
ফের নিখিলের একা থাকার স্টেটাস
Posted on Author নিজস্ব সংবাদদাতা
নিখিল জৈন ফের নতুন করে স্টেটাস শেয়ার করলেন
নুসরাতের আরও এক অর্জন
Posted on Author নিজস্ব সংবাদদাতা
গত বছরেই বসিরহাটের সাংসদ হিসেবে রাজনৈতিক অভিষেক ঘটেছে অভিনেত্রী নুসরাত জাহানের