বুধবার মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন। এই উপলক্ষে আজ টুইট করে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশবাসীকে স্বচ্ছ ভারত গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে দেশ জুড়ে। সকালেই নরেন্দ্র মোদী টুইট করেন, ‘আমাদের সকলের শ্রদ্ধেয় বাপুকে প্রণাম। মানবতার প্রতি তাঁর অবদানে আমরা কৃতজ্ঞ। এই বিশ্বকে সুন্দর করে গড়ে তুলতে এবং তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে গুজরাটের সবরমতী আশ্রমে যান প্রধানমন্ত্রী। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। গান্ধীজির পাশাপাশি লালবাহাদুর শাস্ত্রীরও ১১৫তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। বিজয়ঘাটে গিয়ে লালবাহাদুর শাস্ত্রীকেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর পর তিনি সোজা সংসদে যান। সেখানেও এক প্রস্থ শ্রদ্ধাজ্ঞাপনের পর্ব সারেন।
গান্ধী ইনস্টিটিউটের বিশিষ্ট গবেষকরা, পদ্ম সম্মানে সম্মানিত ব্যক্তিত্বরা, হাইকোর্টের বিচারপতিরা, শিক্ষাবিদ এবং অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আর আজ থেকেই গোটা দেশে নিষিদ্ধ হতে চলেছে সিঙ্গল ইউজড প্লাস্টিক এবং প্লাস্টিকের যাবতীয় জিনিসপত্র। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন করে একটি ছোট ভিডিও টুইটে শেয়ার করেছেন মোদী। রাজঘাটে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে আসেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।