যারা সাজগোজ করতেভালোবাসেন তাদের জন্য গ্রীষ্মের এই সময়টা খুব যন্ত্রণাদায়ক। কষ্ট করে সাজগোজকরবেন, খানিকপর তা হয়ে যাবে পন্ডশ্রম। ঘেমে-নেয়ে একশা অবস্থা। গলে যাওয়াফাউন্ডেশন, মাখামাখি আই লাইনার আর ফ্যাকাশে লিপস্টিক নিয়ে এক্কেবারে বেহাল দশা। কিন্তুআপনার যদি জানা থাকে কিছু বিশেষ ট্রিক্স তাহলে কিন্তু এই গরমেও দীর্ঘস্থায়ী থাকবেআপনার মেক-আপ। খুব জটিল কিছু নয়, কয়েকটি সহজ পদ্ধতি মনে রাখতে পারলেই এই প্রখররোদের তাপকে আপনি অনায়াসে জয় করে নিতে পারবেন।
ফাউন্ডেশনেরবদলে-
গরমে মেক আপের অন্যতমসমস্যা হচ্ছে ফাউন্ডেশন গলে যাওয়া। এই সময় বেশি ফাউন্ডেশন দিলে দেখতে ভালোও লাগেনা। তাই ফাউন্ডেশনের বদলে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার। মুখে ভেজা স্পঞ্জদিয়ে ময়েশ্চারাইজার লাগান। ত্বক এতে হালকা লাগবে। মুখে যদি দাগ-ছোপ বেশি থাকেতাহলে ময়েশ্চারাইজারের উপরে ব্যবহার করতে পারেন পাউডার ফাউন্ডেশন।
চোখের সাজ-
রোদের দিনে একেবারেপারফেক্ট হালকা, নিউট্রাল শেডের আই শ্যাড। তবে খুব রোদের দিনে কমপ্লিট আই মেক আপেরবদলে সুন্দর করে আঁকা আই লাইনার এবং মাসকারার ছোঁয়াই আপনার চোখকে আকর্ষণীয় দেখাবারজন্য যথেষ্ট।
ঠোঁটের সাজ-
ব্রাইট অ্যাট্রাক্টিভ ঠোঁটহালকা ফাউন্ডেশন, চোখের হালকা সাজের অভাব পূরণ করে দিতে পারে। পোশাকের সঙ্গেসামঞ্জস্য রেখে লাল, গোলাপি, ব্রাউন যে কোনো উজ্জ্বল রং ট্রাই করা যেতে পারে। তবেলিপস্টিক যেন ম্যাট হয় সেদিকে নজর রাখবেন।
টিপস-
আমরা সবাই জানি ঘাম মেক-আপনষ্ট করে দেয়। তড়িঘড়ি ঘামের মোকাবিলা করার জন্য ব্যাগে রাখুন রুমাল। মেক-আপ করারপর যখনই মনে হবে কপাল, নাক এবং নাকের চারপাশের ত্বক ঘামতে শুরু করেছে, তখনই হালকাকরে রুমাল দিয়ে চেপে ধরে ঘামটা মুছে নেবেন। তারপর ব্রাশ করে দেবেন সামান্য ফেসপাউডার ।