রাজ্য

খাস কলকাতার বুকে মধুচক্রের পর্দা ফাঁস

স্পা পার্লারের মোড়কে মধুচক্র বেড়েই চলেছে। উৎসবের মরশুমে তা যেন আরও বাড়ছে। এবার দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলের ঢিল ছোঁড়া দূরত্বে মধুচক্রের হদিশ পেল পুলিশ। সেখান থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের ইমমরাল ট্র্যাফিকিং বিভাগ। স্পা পার্লারের মালিকের খোঁজ চলছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, কসবা এলাকায় অত্যন্ত অভিজাত স্পা হিসেবে পরিচিত লায়লা লুইস স্পা। ঠিকানা ৩/২৫ রাজকৃষ্ণ মুখার্জি রোড। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয। আর তাতেই আপত্তিজনক অবস্থায় চারজন যৌনকর্মী এবং তিন কাস্টমারকে প্রথমে আটক করা হয়। কাস্টমারদের একজনের বয়স আবার ৬৫৷ পরে অবশ্য যৌনকর্মীদের বয়ান নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তবে পুলিশ স্পায়ের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে ম্যানেজার অনামিতা রায়, সহ ম্যানেজার গণেশ পাত্র, নিশা পাত্র, দালাল দীপক সরকার–সহ তিন কাস্টমারকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদের আলিপুর আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।