বাংলাদেশ

খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে!‌

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাঁ হাত বেঁকে গিয়েছে। ডান হাতও বেঁকে যাচ্ছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে দেখা করে এই খবর জানালেন তাঁর বোন সেলিমা ইসলাম। আর তাই খালেদাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে চাইছে তাঁর পরিবার। জেলবন্দি খালেদাকে বিদেশে উন্নত চিকিৎসা দিতে সরকারের কাছে সুপারিশ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করেছেন তাঁর স্বজনরা। দু’‌বছর ধরে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
আবেদনে খালেদা জিয়ার ছোট ভাই ইঞ্জিনিয়ার শামীম ইস্কান্দার লিখেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খারাপ অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনও ক্ষতি এড়াতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিদেশি হাসপাতালে চিকিৎসা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে সমস্ত ব্যয়ভার বহন করা হবে বলেও লেখা হয় আবেদনে।
সেলিমার কথায়, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। ওনার শরীর এতই খারাপ যে এই মুহূর্তে যদি ওনাকে উন্নত চিকিৎসা দেওয়া না হয়, তাহলে আরও খারাপ হবে। উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া হোক।