এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল ক্রাইম ব্যুরোর রিপোর্টে। দু’দিন আগেই ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট প্রকাশ করে বলেছিল, কলকাতা সবচেয়ে নিরাপদ শহর। আর দেশের মোট অপরাধের ১০.১ শতাংশ অপরাধ হয় উত্তরপ্রদেশে। এবার ক্রাইম ব্যুরো জানাচ্ছে, ২০১৭ সালের মোট ধর্ষণের ঘটনার মধ্যে ৯৩.১ শতাংশ ক্ষেত্রেই ধর্ষককে চিনতেন নির্যাতিতারা। এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ৩০ হাজার ২৯৯টি ধর্ষণের ঘটনায় ৩১৫৫টি ক্ষেত্রে অভিযুক্ত পরিবারেরই সদস্য ছিল। তার মধ্যে ১৬ হাজার ৫৯১টি ঘটনায় অভিযুক্ত পারিবারিক বন্ধু, সহকর্মী, প্রতিবেশী এবং অন্য কোনও পরিচিত ছিল। ১০ হাজার ৫৫৩টি মামলায় অভিযুক্ত নির্যাতিতার বন্ধু বা অনলাইন বন্ধু, লিভ–ইন পার্টনার বা বিবাহবিচ্ছেদ হওয়া স্বামী ছিল বলে দাবি ক্রাইম ব্যুরোর।
যদিও গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের মামলা দায়ের হয়েছে মধ্যপ্রদেশে (৫,৫৬২)। তার মধ্যে ৯৭.৫ শতাংশ, ধর্ষককে চিনতেন নির্যাতিতা। রাজস্থানেও ৩ হাজার ৩০৫টি অভিযোগের মধ্যে ৮৭.৯ শতাংশ ক্ষেত্রে ধর্ষক পরিচিত ছিল। প্রতিটি ক্ষেত্রেই অভিযুক্ত নির্যাতিতার পরিচিত। উল্লেখ্য, ২০১৫ সালের ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যে প্রকাশ করা হয়েছিল, ধর্ষণের ঘটনায় ৯৫ শতাংশ অভিযুক্তই নির্যাতিতার পরিচিত।