ক্যাটরিনা কাইফ বলিউডের প্রথমসারির নায়িকাদের অন্যতম। তার অধিকাংশ ছবিই ব্যবসাসফল। পরিচালক আলি আব্বাস জাফরের ছবিতে কাজ করে তিনি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন। ক্যাটরিনাকে এই নির্মাতার একাধিক ছবিতে দেখা গেছে। তাদের দুজনের বন্ধুত্বও দীর্ঘদিনের।
আবারও আলি আব্বাস জাফরের পরিচালনায় ক্যাটরিনা কাইফ কাজ করতে চলেছেন। নাম ঠিক না হওয়া এ ছবিতে ক্যাটরিনাকে সুপারহিরোর ভূমিকায় দেখা যাবে। তবে নায়ক এখনো চূড়ান্ত হয়নি। আপাতত ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। নতুন এই ছবিতে এমন কিছু স্টান্ট এবং অ্যাকশন দৃশ্য থাকবে, যা আগে হিন্দি ছবিতে দেখা যায়নি বলে দাবি পরিচালক আলি আব্বাসের। সেসব দৃশ্যের জন্য ক্যাটরিনার মতো ফিটনেস ফ্রিক নায়িকাকেই পছন্দ পরিচালকের। এই ছবিতে ক্যাটরিনার সুপারহিরো হিসেবে আত্মপ্রকাশ নিয়ে ইতোমধ্যেই বলিউডে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিনে ক্যাটরিনা হাজির হয়েছিলেন। সেখানে ছিলেন শাহরুখ খানও। শুধু তাই নয়, অনুষ্ঠানে ক্যাটরিনা ও শাহরুখের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। তাতে নতুন করে গুঞ্জন, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ ব্যর্থ হলেও আবার শাহরুখ-ক্যাটরিনা একসঙ্গে কাজ করবেন।