খেলাধুলা

কোয়েরেন্টিনে রোনালদো

আগামী ৪ মে থেকে ব্যক্তিগত অনুশীলনে নামছে ইতালির ক্লাবগুলোর খেলোয়াড়রা। আর ১৮ মে থেকে তো শুরু দলীয় অনুশীলন। তাই দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) ইতালির পৌঁছান জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেখানে পৌঁছেই ১৪ দিনের জন্য কোয়েরেন্টিনে থাকতে হচ্ছে এ তারকাকে।

এর আগে মা ডোলোরেস আভেইরোর সঙ্গে দেখা করতে দেশে গিয়েছিলেন রোনালদো। সেখানে যাওয়ার পরদিনই খবর মিলে সতীর্থ দানিয়েল রুগানি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তাতে ক্লাবের সব খেলোয়াড়কে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করে ক্লাব কর্তৃপক্ষ। এরপর করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়েছে ইতালিতে। তাই পর্তুগালেই থাকতে হয়েছে তাকে। তবে ইতালিতে আবার খেলা শুরুর সম্ভাবনা সৃষ্টি হওয়ায় তুরিনে পা রাখেন রোনালদো।

আগামী ৪ মে সোমবার থেকে অনুশীলন শুরু হলেও রোনালদোকে ১৪ দিন গৃহবন্দী থাকতে হবে। তাই শুরুর দিকে অনুশীলনে থাকতে পারবেন না। তবে ঘরে থেকেই ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাবেন তিনি।