বিনোদন

কোয়ারেন্টিনে শাবানা আজমি

অভিনেত্রী শাবানা আজমি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে দেশে ফিরে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেলেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) টুইট বার্তায় শাবানা আজমি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটে শাবানা লেখেন, ১৫ তারিখ সকালে বুদাপেস্ট থেকে দেশে ফিরেছি আমি। নিয়ম মেনে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। এ নিয়ম অব্যাহত রাখবো আগামী ৩০ মার্চ পর্যন্ত।

খ্যাতনামা হলিউড পরিচালক স্টিফেন স্পিলবার্গের একটি সিনেমার শুটিংয়ের জন্যই এ অভিনেত্রী বুদাপেস্ট গিয়েছিলেন। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে আপাতত তিনি গৃহবন্দি থাকতে চান। এদিকে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।