রাজ্য

কোন্নগরে বাঘের আতঙ্কে গ্রামবাসীরা

শীতের রাত। চারিদিক নিশুতি। গাছের পাতা পড়লেও শব্দ শোনা যাচ্ছে। রাস্তার মৃদু আলোয় হঠাৎ কার পায়ের শব্দ?‌ চেনা গলার আওয়াজে আতঙ্ক তৈরি হল। দক্ষিণারায় নয় তো?‌ রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মিনিডোর গাড়ির পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে আপন মনে। এই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যা গ্রামে আতঙ্ক তৈরি করেছে। কারণ কলকাতার উপকণ্ঠে হুগলি শিল্পাঞ্চলের কোন্নগরে সোমবার সকাল থেকেই এলাকার মানুষ দাবি করতে থাকেন, রাতে বাঘ বেরিয়েছে এলাকায়। তাঁদের দাবির সমর্থনে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজও দেখিয়েছেন কোন্নগরের কানাইপুরের এক ব্যবসায়ী। তবে বন দপ্তরের কর্মীদের দাবি, ওটা বাঘ নয়, বড় জোড় বাঘরোল হতে পারে।
এই কথা চাউর হতেই লাঠিসোটা নিয়ে জঙ্গলে বাঘ খুঁজতে বেরিয়ে পড়ে ছেলে ছোকরার দল। যদিও তার দেখা মেলেনি। খবর দেওয়া হয় বন দপ্তরকে। সিসিটিভিতে দেখতে পাওয়া জন্তুটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চাষের মাঠে বেশ বড় সড় থাবার ছাপ দেখতে পান স্থানীয়রা। সেই থাবার সূত্র ধরেই বাদামতলার এক আসবাব তৈরির কারখানার বাইরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। সেই ফুটেজে দেখা যায়, গভীর রাতে কারখানার সামনে দিয়ে হেলতে দুলতে চলেছে একটি বড়সড় প্রাণী।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রিষড়ার বাগখাল এলাকায় একটি বাঘরোল। তার আকৃতি দেখে স্থানীয় বাসিন্দারা অনেকেই বাঘ ভেবে ভুল করেছিল। স্থানীয়দের দাবি, এত বড় চেহারা বাঘরোলের হয় না। যদিও বন দপ্তরের কর্মীরা প্রায় নিশ্চিত, বড় চেহারার মেছো বেড়ালকে দেখেই বাঘের ভ্রম হয়েছে।