ব্রেকিং নিউজ

কে এই উৎপল বেহরা?‌

শিক্ষক বন্ধুপ্রকাশ পালের সপরিবারে খুনের পেছনে হাত রয়েছে উৎপল বেহরার। কিন্তু কে এই উৎপল বেহরা?‌
পুলিশের তদন্তে উঠে এসেছে, ১৮ মাস আগেও সাগরদিঘিতে থাকতেন নিহত শিক্ষক। সেখানেই তাঁর শৈশব কেটেছিল। ওই এলাকাতেই তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আর ধৃত উৎপল পেশায় একজন নির্মাণকর্মী। তিনিও সাগরদিঘির বাসিন্দা।
তদন্তে নেমে পুলিশের সামনে প্রশ্ন আসে উভয়ের পরিচয় কীভাবে?‌ সেখানে উত্তর আসে তার হাতে সপরিবারে খুন হওয়া বন্ধুপ্রকাশ পালের ব্যবসার অংশীদার ছিল উৎপল। কী সেই ব্যবসা? বিভিন্ন বিনিয়োগ সংস্থায় মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করাতেন বন্ধুপ্রকাশ। সেই ব্যবসারই অংশীদার ছিল ধৃত। এমনকী সে নিজেও দু’টি বিমা করায় বন্ধুপ্রকাশের কাছে। প্রথমটির রসিদ তাকে দেয় বন্ধুপ্রকাশ। কিন্তু দ্বিতীয় বিমার রসিদই বিবাদের সূত্রপাত। কারণ সেটি দেয়নি খুন হওয়া শিক্ষক।
আবার সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে এক পুলিশ আধিকারিক জানান, দ্বিতীয় বিমা পলিসির রসিদ নিয়ে শেষ কয়েক সপ্তাহ ধরে দু’জনের মধ্যে বিবাদ চলছিল। টাকা দেওয়ার পরেও তাকে যাচ্ছেতাই অপমান করেন শিক্ষক। যার জেরে তাঁকে খুন করার সিদ্ধান্ত নেয় সে। বিজয়া দশমীর দিন পেশায় শিক্ষক বন্ধুপ্রকাশ পাল (৩৫), তাঁর সন্তানসম্ভবা স্ত্রী বিউটি মণ্ডল (৩০) এবং তাঁদের ৬ বছরের সন্তান বন্ধুঅঙ্গন পালকে নৃশংস খুন করে দুষ্কৃতীরা।