Hariyana Government has announced that the salary of all the Government doctors,nurse and health workers will be doubled.
দেশ ব্রেকিং নিউজ

কেরলে করোনায় প্রথম বলি

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। তার মধ্যেই কেরলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ৬৯ বছরের মৃত্যু হয়েছে। এই প্রথম কেরলে মৃত্যুর খবর পাওয়া গেল। কোচি মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি ছিলেন ওই বৃদ্ধ। শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, আগে মহারাষ্ট্রে ৫, গুজরাটে ৩, কর্নাটকে ২, মধ্যপ্রদেশ ও তামিলনাডু ১ মৃত্যু হয়েছিল করোনায়। এছাড়া বিহার, পাঞ্জাব, দিল্লি, পশ্চিমবঙ্গ, জম্মু–কাশ্মীর, হিমাচল প্রদেশে মৃত্যুর খবর মেলে। এই মুহুর্তে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৭৩। যার মধ্যে মৃতের সংখ্যা ১৯।
তবে ভাবিয়ে তুলেছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। নতুন সংক্রমিতদের মধ্যে শুধুমাত্র শুক্রবারেই আক্রান্ত হয়েছেন ১৪০ জন। শনিবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ জন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৯ জনের। তবে সুস্থও হয়ে উঠেছেন ৭৯ জন।