বাংলাদেশ

কেবিন ক্রুর শরীর থেকে ১০ কেজি স্বর্ণ জব্দ

বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেবিন ক্রুর শরীর থেকে প্রায় ১০ কেজি স্বর্ণ জব্দ করেছে দেশটির বিমানবন্দর এপিবিএন পুলিশ। এর বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এ ঘটনায় গ্রেফতার কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমীসহ তিনজনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর দু’জন পলাতক রয়েছে। তারা হলেন- যাত্রী সুমন এবং এই স্বর্ণের মালিক লাকী আক্তার। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মৌসুমী পেশাদার স্বর্ণ পাচারকারী। ইউএস বাংলা এয়ারলাইন্সে ডিউটির নামে বিদেশ থেকে চোরাকারবারিদের কোটি কোটি টাকার স্বর্ণবার পাচার করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌসুমী পুলিশকে জানান, এর আগেও একইভাবে স্বর্ণবার নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হয়েছেন তিনি।