ব্রেকিং নিউজ

কেন্দ্রীয় মন্ত্রী নিগৃহীত যাদবপুরে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিগ্রহের শিকার হলেন সাংসদ বাবুল সুপ্রিয়। নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিগ্রহের শিকার হলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ধাক্কাধাক্কিতে একবার পড়েও যান বাবুল সুপ্রিয়। তাঁকে কিছুতেই অনুষ্ঠানে যোগ দিতে দেবে না বলে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী গোষ্ঠীর একদল পড়ুয়া। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি। সেই অনুষ্ঠানেই সঙ্গীতশিল্পী হিসেবে যোগ দিতে আসেন বাবুল সুপ্রিয়। কিন্তু তিনি পা দেওয়া মাত্রই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী গোষ্ঠীর একদল পড়ুয়া তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁর নিরাপত্তারক্ষীর বেষ্টনী ভেঙে কার্যত চড়াও হয় বিরোধী গোষ্ঠীর পড়ুয়ারা। তাঁকে ধাক্কা দিয়ে ৩ নম্বর গেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ধাক্কাধাক্কিতে তাঁর জামার কলার ছিঁড়ে যায় এবং তিনি মাটিতে পড়ে যান।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কেন এভাবে নিগ্রহের শিকার হতে হল? রাজনৈতিক পরিচয় ছাড়়াও বাবুল সুপ্রিয় প্রথমে একজন সঙ্গীতশিল্পী। এই ঘটনায় অনেকে নিন্দাও করেছেন।