কেজরিওয়ালের প্রশংসায় পঞ্চমুখ হলেন অধীররঞ্জন চৌধুরী। যেখানে কংগ্রেস দিল্লির নির্বাচনে প্রার্থী দিয়েছে সেখানে প্রকাশ্যে কেজরিওয়ালকে দ্বরাজ শংসাপত্র দেওয়ায় অস্বস্তি বেড়েছে কংগ্রেসের। দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে অধীরের বক্তব্য, ‘দিল্লি বিধানসভা নির্বাচনে ভাল ফলের আশা কখনই করে না কংগ্রেস।’
ইতিমধ্যেই সমীক্ষায় আভাস মিলেছে, হ্যাট্রিক করে রাজধানীর মসনদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসতে চলেছে আম আদমি পার্টি। দ্বিতীয় স্থানটি ধরে রাখতে চলেছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষায় এই ইঙ্গিতও মিলেছে যে, কংগ্রেসের হাল আরও খারাপ হতে চলেছে। ৭০টি আসনের মধ্যে ৪৭ থেকে ৬৮ আসনের কাছাকাছি জিততে চলেছে কেজরির আম আদমি পার্টি। এদিন অধীরের কথায় সেই সমীক্ষাতেই সিলমোহর পড়ল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
অধীররঞ্জন চৌধুরীর গলায় শোনা গেল অরবিন্দ কেজরিওয়ালের গুণগান। তাঁর কথায়, ‘এই দিল্লির বিধানসভা নির্বাচনে অমিত শাহ সাম্প্রদায়িক বিষয়গুলিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আর অরবিন্দ কেজরিওয়াল নানান উন্নয়নমূলক কর্মসূচিকেই নির্বাচনের প্রচার হিসেবে কাজে লাগিয়েছে। সেই নিরিখেই অরবিন্দ কেজরিওয়াল ভোটে জিতলে আদতে তা উন্নয়নের জয়জয়কারই হবে।’ বিজেপি যখন কেজরিকে সন্ত্রাসবাদী বা দেশদ্রোহী আখ্যা দিয়েছে। ঠিক তখনই কংগ্রেস দাবি করে এসেছে, কেজরি সরকারের আমলে দিল্লিতে কোনও উন্নয়নই হয়নি। আর অধীর চৌধুরীর গলায় ভিন্ন সুর সবাইকে ভাবিয়ে তুলেছে।