ব্রেকিং নিউজ রাজ্য

কুড়মি আন্দোলনে স্তব্ধ জঙ্গলমহল

মাঝে কয়েক দিনের ব্যবধান ছিল। ফের কুড়মি আন্দোলনে স্তব্ধ জঙ্গলমহল। বুধবার সকাল থেকে ১২ ঘণ্টার বনধ শুরু হয়েছে। হুড়কা জ্যামে যাবতীয় দোকানপাট বন্ধ থাকে এলাকায়। বন্ধ থাকে গাড়ি চলাচলও। সরকারি-বেসরকারি যান চলাচলও বন্ধ থাকে সকাল থেকে। ফলে ভোগান্তির শিকার হন বহু মানুষ। তবে নিজেদের অবস্থানে অনড় কুড়মি সংগঠন।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আন্দোলন কারীদের সাথে খারাপ ব্যবহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা, নবান্নে সরকারী ভাবে আন্দোলনকারীদের সাথে দুর্ব্যবহার, কুড়মিদের তফসিলি তালিকায় অন্তর্ভুক্তির জন্য সিআরআই রিপোর্টের প্রয়োজনীয়তা-সহ বিভিন্ন দাবিতে বুধবার কুড়মি সংগঠনের ডাকে জঙ্গল মহলে ১২ ঘণ্টার বনধ কর্মসূচি চলে।

এ দিন ঝাড়গ্রাম জেলায় সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই বনধ চলছে। রাস্তায় নামেনি কোনও বেসরকারি বাস। হাতেগোনা কয়েকটি সরকারি বাস চললেও, পরে তা বন্ধ হয়ে যায়। বাস বন্ধ থাকায় ফলে অসুবিধায় পড়েছেন ট্রেনের যাত্রীরা। দোকানপাটও বন্ধ। তবে জরুরি পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন করা হয় পুলিশ। ঝাড়গ্রামের নয়াগ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুরে বনধের প্রভাব পড়েনি।