কৃষকদের স্বার্থে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সকালে সংসদে দাঁড়িয়ে তিনি কৃষকদের ১৫ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার কথা জানান। পাশাপাশি জৈব সার ব্যবহারে জোর এবং ফসল রাখতে গুদাম তৈরিতে জোর দেন। সবজি–ফসল নিয়ে যাওয়ার জন্য কিষাণ রেলের ঘোষণা করেন। রপ্তানির উদ্দেশ্যে চালু হবে কিষাণ উড়ান। রাসায়নিক সার ব্যবহার না করলে বিশেষ ছাড়। খরাপ্রবণ ১০০টি জেলা চিহ্নিত করা হয়েছে। ২০ লক্ষ কৃষককে সৌরশক্তি চালিত পাম্প দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কৃষকদের আয় দ্বিগুণ করতে চাইছি বলেই কৃষি বিকাশ যোজনা আনা হয়েছে বলে তিনি দাবি করেন।
হর্টিকালচারে রেকর্ড উৎপাদন হয়েছে। তাই লক্ষ্য, এক জেলায় এক পণ্য। এক্ষেত্রে সাহায্য করবে মুদ্রা ও নাবার্ড। ২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। অনলাইনে কৃষিপণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট বক্তৃতায় নির্মলা বলেন, ‘আর্থিক বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। নারী নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মসংস্থানের ব্যবস্থা করেছে মোদী সরকার। আমরা চাই কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করুক। শিল্প, বাণিজ্যেও জোর দিয়েছে সরকার। জিএসটি–র ফলে মানুষকে সার্বিক কর কম দিতে হচ্ছে। ১৫ লক্ষ নতুন করদাতা হয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা আগের থেকে বেড়েছে।’
তিনি জানান, কর দেওয়ার পদ্ধতি সরল করা হয়েছে। একটা অভূতপূর্ব বৃদ্ধি দেখতে পাচ্ছি। সরকারের খরচ আগের থেকে কমেছে। স্বাস্থ্য, শিক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। দারিদ্রসীমার উপরে এসেছেন ২৭ কোটি মানুষ। প্রধানমন্ত্রী কৃষক বিমা আনা হয়েছে। বিশ্বজুড়ে চলছে আর্থিক মন্দা। পেনশন বিমায় সামাজিক সুরক্ষা জরুরী। এখন গড় বৃদ্ধির হার ৭.৪ শতাংশ।